জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতায় জাতিসংঘ ঘোষিত “টেকসই উন্নয়ন অভিস্ট (এসডিজি) অর্জনে ও বর্তমান সরকার সচেষ্ট। সুষ্ঠু পরিকল্পনার জন্য প্রয়োজন সঠিক পরিসংখ্যান। এসডিজির সঠিক বাস্তবায়নে ১৭ টি লক্ষ্যমাত্রার পূরণ পরিকল্পে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী শুমারি, জরিপ ও কর্মসূচী পরিচালনা করছে। ইতোমধ্যে কিছু জরিপ ও শুমারি যেমন “হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেনডিচার সার্ভে, ইমপ্রুভিং অব লেবার স্ট্যাটিসটিক এন্ড লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম (এলএমআইএস) প্রকল্প, ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।